বছরের মাঝামাঝি সময়ে ফোর-জি চালু : তারানা হালিম

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৬:৩১ এএম, ০২ জানুয়ারি ২০১৬

চলতি বছরের মাঝামাঝি সময়ে দেশে ফোর-জি নেটওয়ার্ক চালু করা হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। শনিবার দুপুরে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার নাল­াপাড়া এলাকায় বেলায়েত হোসেন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, সদ্য অনুষ্ঠিত পৌরসভা নির্বাচন সুষ্ঠু হয়েছে। ভবিষ্যতেও এমন সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও তিনি জানান।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলেও খুব শিগগিরই (তৃতীয় প্রজন্ম) থ্রি-জি সুবিধা পৌঁছে দেয়া হবে। ইতোপূর্বে ইন্টারনেটের দাম কমানো হয়েছে, ভবিষ্যতে দাম আরও কমানো হবে বলেও আশ্বাস দেন তিনি।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির ম্যানেজিং কমিটির সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক, স্থানীয় সংসদ সদস্য খন্দকার আব্দুল বাতেন, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক এম শিবলী সাদিকসহ অন্যরা।

আরএস/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।