সিরাজগঞ্জে রাজস্ব বোর্ডের গাড়ি থেকে গাঁজা আটক


প্রকাশিত: ০৬:১৮ এএম, ০২ জানুয়ারি ২০১৬

সিরাজগঞ্জের রায়গঞ্জ থেকে ১৫০ কেজি গাঁজাসহ জাতীয় রাজস্ব বোর্ডের স্টিকার লাগানো একটি মাইক্রোবাস আটক করেছে হাইওয়ে পুলিশ। তবে চালকসহ মাদক ব্যবসায়ীরা পালিয়ে গেছে। শুক্রবার রাতে হাটিকুমরুল-বগুড়া মহাসড়কের চান্দাইকোনা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ মাইক্রোবাস আটক করে পুলিশ।

হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বলেন, জাতীয় রাজস্ব বোর্ডের স্টিকার লাগানো একটি মাইক্রোবাস উত্তরবঙ্গ যাচ্ছিল। মাইক্রোবাসটি হাটিকুমরুল গোলচত্বর পার হওয়ার পর গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাদের ধাওয়া করে। অবস্থা বেগতিক দেখে চান্দাইকোনা বাসস্ট্যান্ড এলাকায় মাইক্রোবাস ফেলে চালক ও আরোহী পালিয়ে যায়। পরে মাইক্রোবাসে তল্লাশি করে ১৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। মাইক্রোবাসটি আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে। এ ব্যাপারে হাটিকুমরুল হাইওয়ে থানায় মামলা হয়েছে।   

বাদল ভৌমিক/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।