অনার্স পরীক্ষার রুটিন পরিবর্তনের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৫৫ এএম, ০২ জানুয়ারি ২০১৬

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স তৃতীয় বর্ষের ফাইনাল পরীক্ষার রুটিন পরিবর্তনের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। শনিবার বেলা ১১ টায় ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের শিক্ষার্থীরা স্থানীয় প্রেসক্লাব চত্ত্বরে এ মানববন্ধন করে।

মানববন্ধনে কয়েকশ শিক্ষার্থী হাতে বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও প্লেকার্ড নিয়ে অংশগ্রহণ করেন।

মানববন্ধনে আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন- আশরাফ উদ্দিন ইমন, আবুল বাশার, ইয়াছিন মাহমুদ, মাহমুদুল হক, আইরিন সুলতানা স্মিতা,  কিরণ মণি প্রমুখ।

বক্তারা বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেশনজট কমানোর নামে শিক্ষার্থীদের জীবন বিপন্ন করার প্রজেক্ট হাতে নিয়েছে। তারা ক্রাশ প্রোগ্রামের নির্ধারিত সময়ের দুই মাস আগেই পরীক্ষার রুটিন প্রকাশ করেছে। অবিলম্বে অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষার প্রকাশিত রুটিন অন্তত দুই মাস পেছানো না হলে ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষার্থীরা দুর্বার আন্দোলন গড়ে তুলবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন বক্তারা।

আজিজুল আলম সঞ্চয়/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।