পাঞ্জাবে বিমান ঘাঁটিতে সন্ত্রাসী হামলা : সেনাসহ নিহত ৬


প্রকাশিত: ০৩:৫৪ এএম, ০২ জানুয়ারি ২০১৬

ভারতের পাঞ্জাব রাজ্যে বিমানবাহিনীর পাঠানকোট বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে একদল সন্ত্রাসী। শনিবার ভোরে এ হামলার ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত দুই সেনা সদস্য ও চার সন্ত্রাসী নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ৩ জন। এ ঘটনায় পাঞ্জাবে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। খবর এনডিটিভি।

দেশটির বিভিন্ন গণমাধ্যমে বলা হয়েছে, সেনা পোশাক পরিহিত অন্তত ছয়জন বন্দুকধারী সন্ত্রাসী এই হামলায় অংশ নেয় এবং তারা পুলিশের ব্যবহৃত একটি গাড়ি ব্যবহার করে এ হামলা চালায়।

শেষ খবর পাওয়া পর্যন্ত, পাঠানকোট বিমান ঘাঁটিতে সন্ত্রাসীদের মোকাবেলায় সেনাবাহিনীর কমান্ডো এবং হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে এবং আক্রমণকারীদের ঘিরে রাখা হয়েছে।

উল্লেখ্য, গত অগাস্ট মাসেও পাঞ্জাবের ঘুরুদাসপুরে একটি পুলিশ স্টেশনে সশস্ত্র সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। ওই হামলায় তিন সন্ত্রাসীসহ সাতজন নিহত হয়।

আরএস/এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।