সিংগাইর পৌরসভা নির্বাচনে প্রচারণা তুঙ্গে


প্রকাশিত: ০৩:৫২ এএম, ০২ জানুয়ারি ২০১৬

আদালতের নির্দেশে স্থগিত হয়ে যাওয়া মানিকগঞ্জের সিংগাইর পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৭ জানুয়ারি। তফসিল অনুযায়ী ৩০ ডিসেম্বরই এ পৌরসভায় ভোটগ্রহণের কথা ছিলো। কিন্তু ভোটার তালিকা ও সীমানা সংক্রান্ত জটিলতা নিয়ে একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে নির্বাচন স্থগিত করেন সুপ্রিম কোর্টের হাইকোট বিভাগ। পরে চেম্বার জজ আদালত সেই স্থগিতাদেশকে স্থগিত করে দেন। এরপর নির্বাচন কমিশন সাত ডিসেম্বর ভোটগ্রহণের দিন নির্ধারণ করেন।

ভোটের দিন যতই এগিয়ে আসছে সিংগাইর পৌরসভা নির্বাচনের মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের প্রচার-প্রচারণা ততই বাড়ছে । পোস্টারে,পোস্টারে ছেঁয়ে গেছে গোটা নির্বাচনী এলাকা। চলছে মাইকিং। ভোটারদের মনজয়ে উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। ভোটারাও যোগ্য প্রার্থী বাছাইয়ে করছেন নানা হিসাব-নিকাশ।

vot

দ্বিতীয় শ্রেণির এই পৌরসভায় তৃতীয়বারের মতো নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি-আওয়ামীলীগসহ ৬ জন প্রার্থী। সাধারণ কাউন্সিলর পদে ৩৭ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে লড়ছেন ৭ জন প্রার্থী।

নির্বাচনে বর্তমান মেয়র খোরশেদ আলম ভূঁইয়া (জয়) মেয়র পদে বিএনপির একক প্রার্থী। আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন নতুন মুখ আবু নঈম মো. বাশার। একই দলের বিদ্রোহী প্রার্থী সাবেক মেয়র মীর মো. শাজাহান লড়ছেন স্বতন্ত্র প্রার্থী হয়ে। তার প্রতীক জগ। এছাড়া মেয়র পদে তোফাজ্জল হোসেন (নারিকেল গাছ), বাংলাদেশ খেলাফত মজলিস এর প্রার্থী মাও.আশরাফ আলী (দেয়াল ঘড়ি) ও মো. হাফিজ উদ্দিন (মোবাইল ফোন) প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে মূল লড়াইয়ে রয়েছেন বিএনপি-আওয়ামী লীগ ও  স্বতন্ত্র প্রার্থী মীর শাজাহান।

vot

পৌর এলাকার গোবিন্দল নতুনবাজার এলাকায় প্রচারণা চালানোর সময় কথা হয় বিএনপির প্রার্থী খোরশেদ আলম ভূঁইয়া জয়ের সঙ্গে। জাগো নিউজকে তিনি জানান, গতবার তিনি মেয়র থাকা অবস্থায় গ শ্রেণি থেকে পৌরসভাকে খ শ্রেণিতে উন্নীত করেছেন। এবার যদি বিজয়ী হতে পারেন তাহলে পৌরসভাকে ’ক’ শ্রেণিতে উন্নীত করবেন। তার মেয়াদকালে পৌরসভার বহু উন্নয়ন কাজ হয়েছে জানিয়ে তিনি বলেন, নির্বাচিত হলে উন্নয়নের ধারা অব্যাহত রাখবেন।

আওয়ামী লীগ প্রার্থী আবু নঈম মো.বাশার তার সমর্থকদের নিয়ে প্রচারণা চালাচ্ছিলেন বিনোদনপুর এলাকায়। জাগো নিউজকে তিনি জানান, প্রচারণা চালাতে গিয়ে ব্যাপক সাড়া পাচ্ছেন। জয়ের ব্যাপারে তিনি শতভাগ আশাবাদ ব্যক্ত করেন। নির্বাচিত হলে স্কুল-কলেজের উন্নয়নসহ বেকার সমস্যা সমাধানে কাজ করার কথা জানান বাশার।

বাজার এলাকায় কথা হয় আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মীর মো. শাজাহানের সঙ্গে। সমর্থকদের সঙ্গে নিয়ে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে লিফলেট বিতরণ করে প্রচারণা চালাচ্ছিলেন তিনি। জাগো নিউজকে শাজাহান জানান, বর্তমান মেয়রের মেয়াদকালে তেমন উন্নয়ন হয়নি। তিনি অভিযোগ করেন নৌকার সমর্থকরা তার কর্মীদের নানাভাবে ভয়ভীতি ও হুমকি ধামকি দিচ্ছেন। নির্বাচিত হলে পয়নিষ্কানের ব্যবস্থাসহ রাস্তা-ঘাটের উন্নয়ন করার কথা জানান।

এদিকে ৩০ ডিসেম্বরের নির্বাচনে মানিকগঞ্জ সদর পৌরসভায় কেন্দ্র দখল, জালভোটসহ নানা অনিয়মের অভিযোগ ওঠে। তাই ৭ জানুয়ারির নির্বাচন নিয়েও ভোটার ও প্রার্থীদের মধ্যে নানা শঙ্কা কাজ করছে।

vot

মোবারক হোসেন, আব্দুল আলীম, সাবিয়া বেগমসহ বেশ কয়েকজন ভোটার জানান, ভোটের দিন যেন পর্যাপ্ত সংখ্যক আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়। যাতে নির্বিঘ্নে পছন্দের প্রার্থীদের ভোট দিতে পারেন সবাই।

রিটানিং অফিসার মো.মুনীর হোসাইন জাগো নিউজকে বলেন, এখন পযন্ত নির্বাচনী এলাকার পরিবেশ শান্ত। বড় ধরনের কোনো অভিযোগ নেই। শুধু আচরণবিধি ভঙ্গের জন্য একজন কাউন্সিলর প্রার্থীকে জড়িমানা করে ভ্রাম্যমাণ আদালত। তিনি আশা করেন, ৭ জানুয়ারি শান্তিপূর্ণ পরিবেশেই ভোটগ্রহণ সম্পন্ন হবে।

রাজধানী ঢাকার ১৮ কিলোমিটার দূরে সিংগাইর পৌরসভাটি গঠিত হয় ২০০১ সালে। ৯ ওয়ার্ডে মোট ভোটার ২০ হাজার ১৪ জন। মোট ভোটকেন্দ্র ১০টি।

বি.এম খোরশেদ/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।