বেনাপোলে ১৩ শ’ পিস ভারতীয় ইমিটেশন চেইন আটক
যশোরের বেনাপোল পোর্ট থানার দৌলতপুর সীমান্ত থেকে ৬ লাখ ৭২ হাজার টাকা মূল্যের ১৩ শ’ ৪৪ পিস ভারতীয় সিটি গোল্ডের চেইন আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। শুক্রবার বিকেল ৫টায় ভারত সীমান্তবর্তী দৌলতপুরের একটি আমবাগান থেকে এগুলো আটক করা হয়।
২১ বিজিবি দৌলতপুর ক্যাম্পের নায়েব সুবেদার হুমায়ুন কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর আমবাগনের মধ্যে একদল চোরকারবারী ভারত থেকে ইমিটেশন পণ্য এনে বেনাপোল বাজারে নিয়ে যাওয়ার উদ্দেশ্য অবস্থান করছে। পরে সেখানে অভিযান চালিয়ে ১৩ শ’ ৪৪ পিস ভারতীয় সিটি গোল্ডের চেইন আটক করা হয়।
এসময় চোরাচালানিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। আটক করা চেইনগুলো বেনাপোল কাস্টমস শাখায় জমা দেওয়া হয়েছে বলে জানান তিনি।
জামাল হোসেন/জেডএইচ