ফরিদপুরে পল্লী কবির জন্মবাষির্কী পালিত
ফরিদপুরে নানা আয়োজনের মধ্যে দিয়ে পল্লী কবি জসীম উদ্দীনের ১১৩ তম জন্মবাষির্কী পালিত হয়েছে। এ উপলক্ষে বিভিন্ন সংগঠন শুক্রবার সকালে ফরিদপুর শহরের অম্বিকাপুর ইউনিয়নের গোবিন্দপুরে কবির মাজারে ফুলের শ্রদ্ধা জানানো হয়।
ফরিদপুর জেলা প্রশাসন, জসীম ফাউন্ডেশন, আনসারউদ্দীন উচ্চ বিদ্যালয়, ফরিদপুর সাহিত্য ও সাংস্কৃতিক উন্নয়ন সংস্থাসহ শহরের বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান কবির মাজারে ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন করেন।
পরে জেলা প্রশাসন ও জসীম ফাউন্ডেশনের আয়োজনে কবির বাড়ির চত্বরে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় জেলার অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুর রশিদের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক এম. সামাদ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল ফয়েজ শাহনেওয়াজ, অধ্যাপক রিজভী জামান, ফরিদপুর সাহিত্য ও সাংস্কৃতিক সংস্থার সাধারণ সম্পাদক আবু সুফিয়ান কুশল।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইটিসি মো. এরাদুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলাম।
এর আগে শহরের অম্বিকাপুর আনসার উদ্দীন উচ্চ বিদ্যালয় হতে একটি র্যালি বের হয়ে তা কবির বাড়িতে গিয়ে শেষ হয়।
উল্লেখ্য, ১৯০৩ সালে ১ জানুয়ারি ফরিদপুর শহরতলীর কৈজুরী ইউনিয়নের ছায়াঢাকা পাখি ডাকা নিঝুম পাড়া গাঁ তাম্বুলখানা গ্রামে নানা বাড়িতে জন্মগ্রহণ করেন কবি। কবির বাবার নাম আনছারউদ্দীন, মাতার নাম আমেনা খাতুন। তিনি ১৯৩৯ সালে মমতাজ বেগমকে বিবাহ করেন। কবির ৪ ছেলে, ২ মেয়ে তারা সকলেই স্বস্ব ক্ষেত্রে স্বনামধন্য।
এসএম তরুন/জেডএইচ