রাষ্ট্রপতি আবদুল হামিদের ৭২তম জন্মবার্ষিকী


প্রকাশিত: ০৬:৫৭ পিএম, ০১ জানুয়ারি ২০১৬

রাজনৈতিক সংগ্রামের মধ্য দিয়ে বর্ণময় জীবনের ৭২ বছর পার করলেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তিনি ২০১৩ সালের ২৪ এপ্রিল দেশের ২০তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন।

এ উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় তার ৭২তম জন্মবার্ষিকীতে বঙ্গভবনের দরবার হলে এক অনাড়ম্বর অনুষ্ঠানে কর্মকর্তা-কর্মচারীরা রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানান।

অভিনন্দনের জবাবে সবাইকে ধন্যবাদ জানিয়ে রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, ‘আমি ব্যক্তিগত সুবিধার জন্য রাজনীতি করি নাই। আমি মানুষের কল্যাণের জন্যই আমার সারাজীবন ব্যয় করেছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। যাতে আমি আমার বাকি জীবন মানুষের কল্যাণে নিবেদন করতে পারি।’

এ উপলক্ষে রাষ্ট্রপতির দীর্ঘ জীবন এবং দেশের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়। এ সময় তার পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

১৯৪৪ সালের ১ জানুয়ারি আবদুল হামিদ কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার কামালপুর গ্রামে জন্মগ্রহণ করেন।

জেডএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।