জাবিতে সিনে সোসাইটির যাত্রা শুরু


প্রকাশিত: ০১:৫৭ পিএম, ০১ জানুয়ারি ২০১৬

‘চোখ মেলে দেখি’ স্লোগানকে ধারন করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নাটক ও চলচ্চিত্র বিষয়ক সংগঠন জাহাঙ্গীরনগর সিনে সোসাইটি (জিসিএস) যাত্রা শুরু করেছে।

শুক্রবার বিকেল সাড়ে তিনটায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতিতে সংবাদ সম্মেলনের মাধ্যমে সংগঠনের আনুষ্ঠানিক ঘোষণা দেন সভাপতি নাঈম আবির। এসময় সংগঠনটির ১৪ সদস্য বিশিষ্ট কমিটির ঘোষণা দেয়া হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি রবিন খান (প্রশাসন), সহ-সভাপতি এস এম কে রানা (প্রযোজনা), সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম সবুজ, যুগ্ম সাধারণ সম্পাদক মো.মাঈনুল হাসান, সাংগঠনিক সম্পাদক ইয়াসির আরাফাত বণর্, দফতর সম্পাদক সিরাজুল ইসলাম রাজ।
 
এছাড়া সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক ভিসি অধ্যাপক ড. ফারজানা ইসলাম ছাড়াও প্রধান উপদেষ্টা ড.কবিরুল বাশার এবং উপদেষ্টা ড .শামীম রেজা দায়িত্ব পালন করবেন।

সংগঠনের সভাপতি নাঈম আবির জানান, সমাজের অন্যায়, অবিচার, নির্যাতন এবং অসঙ্গতিকে প্রতিরোধ ও প্রতিবাদের মাধ্যমে সমাজের ইতিবাচক পরিবর্তনই হবে এ সংগঠনের কাজ।

হাফিজুর রহমান/এসকেডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।