হবিগঞ্জে ২ পক্ষের সংঘর্ষে নিহত ১


প্রকাশিত: ১১:৫৫ এএম, ০১ জানুয়ারি ২০১৬
প্রতীকী ছবি

হবিগঞ্জের আজমিরীগঞ্জে সেচ প্রকল্প নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আবুল হোসেন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সংঘর্ষে নারীসহ ৩০ জন আহত হন। আহতদের সদর আধুনিক হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শুক্রবার এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানান, ওই উপজেলার জলসুখা ইউনিয়নের পাটুলিপাড়া গ্রামের কৃষি জমির সেচ প্রকল্প নিয়ে সাবেক ইউপি মেম্বর রহমত উল্লাহ ও মহিবুর রহমানের ছেলে মমিন মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শুক্রবার সকাল আটটায় রহমত উল্লাহর লোকজন সেচ প্রকল্পের ঘর নির্মাণকালে মমিনের লোকজন বাঁধা দেয়। এ নিয়ে রহমত উল্লাহ ও মমিন মিয়ার মধ্যে বাকবিতণ্ডা হয়।

এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। খবর পেয়ে স্থানীয় মুরুব্বিরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সংঘর্ষে উভয়পক্ষের উল্লেখিত সংখ্যক লোক আহত হন। তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় আবুল হোসেনকে (৬৫) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সৈয়দ এখলাছুর রহমান/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।