মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী যুক্তরাষ্ট্র এখন মানবতার কথা বলে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৫৩ পিএম, ১৩ ডিসেম্বর ২০২১
‘বিজয়ের সুবর্ণজয়ন্তীতে পতাকা মিছিল’ শীর্ষক অনুষ্ঠানে বক্তব্য রাখছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক

বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে (মুক্তিযুদ্ধে) যুক্তরাষ্ট্র সরকার বিরোধিতা করেছিল উল্লেখ করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, অথচ আজ তারা মানবতার কথা বলে। আমাদের দেশে যে ৩০ লাখ লোক শহীদ হলেন, সেটা কি মানবতাবিরোধী ছিল না?

সোমবার (১৩ ডিসেম্বর) রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউটে ‘বিজয়ের সুবর্ণজয়ন্তীতে পতাকা মিছিল’ শিরোনামে আয়োজিত এক অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আ ক ম মোজাম্মেল হক বলেন, ২০১৩ ও ২০১৭ সালে একটি রাজনৈতিক দল রাস্তায় বোমা মারতো, রাস্তায় মানুষ হত্যা করতো- সেসব কি মানবতাবিরোধী ছিল না? সেদিন আপনারা, এই মানবতাবাদীরা কোথায় ছিলেন। যাদের দেশের প্রেসিডেন্ট বলেন নির্বাচনে হেরে গেলে মানি না। আমাদের দেশের ইউপি মেম্বাররাও এমন কথা বলেন না।

তিনি আরও বলেন, এই যুক্তরাষ্ট্র আমাদের মুক্তিযুদ্ধকে বানচালের জন্য সপ্তম নৌবহর পাঠিয়েছিল। বঙ্গবন্ধু নগদ টাকায় তাদের কাছ থেকে গম এবং চাল কিনেছিলেন, সেটা সময়মতো চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায়নি। আর এর মাধ্যমে দেশে কৃত্রিম দুর্ভিক্ষ হলো। ১৯৭৪ সালে ২৭ হাজার মানুষ মারা গেলো। এই দুর্ভিক্ষের জন্য তারা (যুক্তরাষ্ট্র) দায়ী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য অধ্যাপক ড. খন্দকার বজলুল হক, বীর মুক্তিযোদ্ধা মাহাবুব উদ্দীন আহমদ বীরবিক্রম, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. নাসরীন আহমাদ, গীতিকার বীর মুক্তিযোদ্ধা হাসান মতিউর রহমান প্রমুখ।

এএএম/কেএসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।