আদেশ অমান্য করে খোলা রয়েছে পিয়াসী বার


প্রকাশিত: ০৮:১৪ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৫

থার্টি ফার্স্ট নাইটে রাজধানীজুড়ে কঠোর নিরাপত্তা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এরই অংশ হিসেবে থার্টি ফার্স্ট নাইটে রাজধানীর সব বার-রেস্টুরেন্ট বন্ধের নির্দেশনা দেয় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। তবে তাদের আদেশ অমান্য করে খোলা ছিল মগবাজারের পিয়াসী বার।

"
বৃহস্পতিবার সরেজমিন মগবাজার গিয়ে, বারের নিচে অনেককে মদ-বিয়ার কিনতে দেখা যায়। বাইরে থেকে বারটিতে ‘ক্লোসড’ অর্থাৎ বন্ধের বোর্ডটি টাঙানো হলেও ভেতরে বারের এক কর্মকর্তা নিচ থেকে টাকা ও অর্ডার সংগ্রহ করছিলেন।

তবে ওই কর্মকর্তাকে জিজ্ঞেস করলে তিনি বলেন, ‘বার বন্ধ। উপরে কেউ নেই।’

"
নববর্ষের রাতে যাতে কোনো ধরনের নাশকতা সৃষ্টি না হয় তাই গত ২৮ ডিসেম্বর রাজধানীর বারগুলো বন্ধের নির্দেশ দেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।

এআর/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।