কলেজ র‌্যাঙ্কিং সংক্রান্ত তথ্য প্রেরণের সময় বৃদ্ধি


প্রকাশিত: ০৩:৪৫ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৫

কলেজ র‌্যাঙ্কিংয়ের কেপিআই সম্পর্কিত প্রশ্নমালা অনলাইনে পূূরণ করে তথ্য প্রেরণের সময়সীমা বাড়ানো হয়েছে।  জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম জানান, কলেজ র‌্যাঙ্কিংয়ের কেপিআই সম্পর্কিত প্রশ্নমালা অনলাইনে পূূরণ করে তথ্য প্রেরণের সর্বশেষ সময়সীমা ৩১ ডিসেম্বর থেকে বর্ধিত করে আগামী ১০ জানুয়ারি করা হয়েছে।

উল্লেখ্য, জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অধিভুক্ত কলেজ/শিক্ষা প্রতিষ্ঠানসমূহের Performance এর ভিত্তিতে র‌্যাঙ্কিং করে ৭টি বিভাগের প্রত্যেকটি থেকে সরকারি-বেসরকারি নির্বিশেষে ১০টি করে মোট ৭x১0=৭0টি  কলেজকে নির্বাচন করে জাতীয় পর্যায়ে একটি অনুষ্ঠানের মাধ্যমে এসব কলেজসমূহকে পুরষ্কৃত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

র‌্যাঙ্কিং এর KPI (Key Performance Indicators) সম্পর্কিত তথ্যাবলীর সময়কাল হবে ১ ডিসেম্বর ২০১৪ থেকে ৩০ নবেম্বর ২০১৫ পর্যন্ত। এক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.edu.bd মেনু থেকে services এ ক্লিক করে প্রদর্শিত স্ক্রিনে আপনার কলেজের সঠিক college login দিয়ে কলেজ র‌্যাঙ্কিং ফরমটি নির্ধারিত সময়সীমার মধ্যে যথাযথভাবে অনলাইনে পূরণ করার জন্য কলেজসমূহকে আহ্বান জানানো যাচ্ছে।
            
মো. আমিনুল ইসলাম/এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।