অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে একযোগে কাজ করার আহ্বান

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮:১৪ পিএম, ১১ ডিসেম্বর ২০২১

শোষণ ও বৈষম্যমুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

তিনি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন দেশের জনগণের কল্যাণে কাজ করে গেছেন। বঙ্গবন্ধুর উত্তরাধিকারী হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে সমৃদ্ধির সোপানে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে।

শনিবার (১১ ডিসেম্বর) রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউশন মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ ক্যাথলিক চার্চ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার আয়োজন করে।

বাংলাদেশ ক্যাথলিক বিশপ সম্মিলনীর আর্চবিশপ বিজয় এন. ডি’ ক্রুজের সভাপতিত্বে অনুষ্ঠানের গেস্ট অব অনার ছিলেন কার্ডিনাল প্যাট্রিক ডি’ রোজারিও।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

প্রধান অতিথির বক্তব্যে স্পিকার বলেন, দেশের প্রায় শতভাগ (পরিবারে) বিদ্যুৎ নিশ্চিতকরণ, দরিদ্রতার হার ২১ শতাংশে নামিয়ে আনা, অতি দরিদ্রদের জন্য আশ্রয়ণের ব্যবস্থাকরণ, নারী উন্নয়নসহ সবক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের অর্ধেক জনগোষ্ঠী তরুণ। এসময় তিনি তরুণ প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শ ও দর্শন ধারণ করে স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে একযোগে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে জুয়েল আরেং এমপি, অ্যাডভোকেট ঝর্ণা গ্লোরিয়া সরকার এমপি, সংবর্ধনাপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধারা ছাড়াও খ্রিস্টান সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এইচএস/কেএসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।