ফেনীতে অস্ত্রসহ আটক ৪


প্রকাশিত: ১১:৪৮ এএম, ৩১ ডিসেম্বর ২০১৫

ফেনীতে অস্ত্রসহ চারজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব)। ঢাকা-চট্টগ্রামের মোহাম্মদ আলী সংলগ্ন এলাকা থেকে বুধবার রাতে তাদের আটক করা হয়। বৃহস্পতিবার সকালে তাদের থানায় হস্তান্তর করা হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকার কাইচ্ছুটি গ্রামে আনোয়ার ভূঁইয়া সুমনের বসত বাড়িতে অভিযান চালায় র‌্যাব। এ সময় একটি বিদেশি পিস্তল, একটি বিদেশি রিভলবার, চার রাউন্ড বুলেট, ৩২পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ৩১,২৭০ টাকা পাঁচটি মোবাইলসহ মো. মীর হোসেন (৫০), আনোয়ার ভূঁইয়া সুমন (৩৬) ও মো. ইসমাইল হোসেন দুলালকে (৩১) আটক করা হয়।

র‌্যাব জানায়, দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজসে অবৈধ অস্ত্র গুলি নিজ হেফাজতে রেখে বিভিন্ন প্রকার সন্ত্রাসী কার্যকলাপ এবং মাদক ব্যবসা করে আসছে- বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়।

ফেনীস্থ র‌্যাব-৭ এর কোম্পানী কমান্ডার মেজর মো. মোজাম্মেল হোসেন অস্ত্রসহ তিনজন আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।

জহিরুল হক মিলু/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।