একজন জেল থেকে নির্বাচিত, অপরজন নির্বাচিত হয়ে জেলে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১১:৪২ এএম, ৩১ ডিসেম্বর ২০১৫

দিনাজপুরের  ফুলবাড়ী পৌরসভায় এক কাউন্সিলর প্রার্থী জেল থেকে নির্বাচন করে নির্বাচিত হয়েছেন। অপরদিকে, দিনাজপুর পৌরসভায় নির্বাচিত হয়ে একজন নব নির্বাচিত কাউন্সিলর জেলে গেছেন।

তারা হলেন, ফুলবাড়ী পৌরসভার ৬নং ওয়ার্ড থেকে নির্বাচিত বর্তমান কাউন্সিলর মোতাহার হোসেন ও দিনাজপুর পৌরসভা থেকে প্রথম নির্বাচিত ৫নং ওয়ার্ডের মাসুদুর রহমান মাসুদ।

দিনাজপুর কোতয়ালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খালেকুজ্জামান জাগো নিউজকে জানান, আচরণ বিধি লঙ্ঘনের দায়ে প্রথম নির্বাচিত ৫নং ওয়ার্ডের মাসুদুর রহমান মাসুদকে আটক করে থানায় নিয়ে আসা হয়। পরে জানা যায়, তার নামে কোতয়ালী থানায় দ্রুত বিচার আইনসহ তিনটি মামলা রয়েছে। তিনি দ্রুত বিচার আইনের মামলা জিআর ৪০/১৩নং মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি। তাই তাকে বৃহস্পতিবার কোর্টে চালান দেয়া হয়েছে। তিনি জেলা যুব দলের যুগ্ম সাধারণ সম্পাদক। রাতে ঘোষিত ফলাফলে তিনি কাউান্সলর নির্বাচিত হয়েছেন।

অপরদিকে, কাউন্সিলর পদে জেল থেকে নির্বাচনে অংশ নিয়ে নির্বাচিত হয়ছেন ফুলবাড়ী পৌরসভার ৫নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মোতাহার হোসেন।

কাউন্সিলর মোতাহার হোসেন নির্বাচনী তফশিল ঘোষণা হওয়ার একদিন পর ৩০ নভেম্বর একটি মামলায় হাজিরা দিয়ে জামিন নিতে গেলে বিজ্ঞ বিচারক তার জামিন নামঞ্জুর করে জেলে পাঠান। সেখান থেকে তিনি প্যারলে এসে তার মনোনয়নপত্র জমা দেন, তার পক্ষে নির্বাচনী প্রচারণা চালান গ্রামবাসীরা। গ্রামবাসী ও সমর্থকদের সহযোগিতায় মোতাহার হোসেন পুনরায় নির্বাচিত হন।

এমদাদুল হক মিলন/এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।