কুমিল্লায় পিএসসিতে পাসের হার ৯৯.২৬


প্রকাশিত: ০৮:৫৪ এএম, ৩১ ডিসেম্বর ২০১৫
ফাইল ছবি

কুমিল্লা জেলা প্রাথমিক বিদ্যালয়ের সমাপনী পরীক্ষার (পিএসসি) ফলাফলে গড় পাসের হার শতকরা ৯৯.২৬ ভাগ। জিপিএ ৫ প্রাপ্তের সংখ্যা ১৬ হাজার ১৬৮ জন। জিপিএ ৫ প্রাপ্ত ছাত্র ৬ হাজার ৯০১ জন এবং ছাত্রী ৯ হাজার ২৬৭ জন।

এ জেলায় ৪ হাজার ৬৮৭টি শিক্ষা প্রতিষ্ঠানের ১ লাখ ২০ হাজার ৮৮৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ১ লাখ ১৯ হাজার ৯৯৪ জন উত্তীর্ণ হয়। এর মধ্যে পাস করেছে ৫২ হাজার ৭৬১ জন। পাসের হার ৯৯.২৪ ভাগ। ছাত্রদের মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৬ হাজার ৯০১ জন। ছাত্রীদের মধ্যে পাস করেছে ৬৭ হাজার ২৩৩ জন। পাসের হার ৯৯.২৭ ভাগ। এদের মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৯ হাজার ২৬৭ জন।

উল্লেখ্য, জেলায় সর্বোচ্চ শতভাগ পাস করেছে বুড়িচং উপজেলার শিক্ষার্থীরা। সর্বনিম্ন পাসের হার মনোহরগঞ্জ উপজেলায়। এই উপজেলায় পাসের হার শতকরা ৯৫ দশমিক ৯৭ ভাগ।

কামাল উদ্দিন/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।