আজকের এইদিনে : ৩১ ডিসেম্বর ২০১৫


প্রকাশিত: ০৩:৫৯ এএম, ৩১ ডিসেম্বর ২০১৫

১৬০০ খ্রিস্টাব্দের এই দিনে  ব্রিটেনের রানী এলিজাবেথ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ব্যবসায়ী প্রতিষ্ঠান হিসেবে অনুমোদন দেন।
১৮৩১ খ্রিস্টাব্দের এই দিনে  কৃষ্ণধন মিত্রে সম্পাদনায় শিশুপাঠ্য মাসিক পত্রিকা ‘জ্ঞানোদয়’ প্রকাশিত হয়।
১৯২৯ খ্রিস্টাব্দের এই দিনে  জওহরলাল নেহরু ত্রিবর্ণরঞ্জিত জাতীয় পতাকা উড়িয়ে ভারতীয় কংগ্রেসে ঘোষণা করেন ‘পূর্ণ স্বাধীনতাই ভারতের লক্ষ্য’।
১৯৪২ খ্রিস্টাব্দের এই দিনে স্তালিনগ্রাদের লড়াইয়ে জার্মান বাহিনী পরাজয় বরণ করে।
১৮৬৯ খ্রিস্টাব্দের এই দিনে  ফরাসি চিত্রশিল্পী ও ভাস্কর আঁরি মাতিসের জন্ম।
১৯১১ খ্রিস্টাব্দের এই দিনে  চিকিৎসাবিজ্ঞানী ও মানবহিতৈষী ডা. মোহাম্মদ ইব্রাহিমের জন্ম।
১৯৯০ খ্রিস্টাব্দের এই দিনে কমরেড মণি সিংহের মৃত্যু।

এইচআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।