তথ্য প্রতিমন্ত্রীর ‘অশ্রাব্য’ বক্তব্যে ক্ষুব্ধ নারীপক্ষ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:১৯ পিএম, ০৫ ডিসেম্বর ২০২১

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান এবং তার মেয়ে জাইমা রহমানকে নিয়ে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসানের সাম্প্রতিক কিছু মন্তব্যকে ‘অশ্রাব্য’ উল্লেখ করে এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছে ‘নারীপক্ষ’।

রোববার (০৫ ডিসেম্বর) নারী অধিকার নিয়ে কাজ করা বেসরকারি সংস্থাটির আন্দোলন সম্পাদক তামান্না খান পপি স্বাক্ষরিত বিবৃতিতে এই ক্ষোভ প্রকাশ করে সংগঠনটি।

এতে বলা হয়, ‘বর্তমান সরকারের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এক সাক্ষাৎকারে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, তার ছেলে তারেক রহমান এবং নাতনি জাইমা রহমান সম্পর্কে যে নোংরা গালাগালি করেছেন, এ জন্য তার বিরুদ্ধে কোনো প্রকার শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা যায়নি।’

বিবৃতিতে বলা হয়, ‘এ ধরনের নারী বিদ্বেষী ও বর্ণবাদী কথা কী করে একজন জনপ্রতিনিধি কেবল নন, মন্ত্রিপরিষদের সদস্যও বটে, উচ্চারণ করতে পারেন এবং এজন্য আবার গর্ব প্রকাশ করেন!’

এতে আরও বলা হয়, ‘সাক্ষাৎকার গ্রহণকারী প্রতিমন্ত্রীর বক্তব্য উপভোগ করছিলেন বলে দৃশ্যমান এবং তার অঙ্গভঙ্গি ও প্রশ্ন করার ধরন প্রতিমন্ত্রীকে এহেন বক্তব্য দিতে আরও উসকে দেয়।’

বিবৃতিতে বলা হয়, ‘বর্তমান সরকার দাবি করে যে তারা নারীবান্ধব। নারীর প্রতি ন্যূনতম সম্মান রেখে কথা বলতে পারেন না সেই ব্যক্তি তারপরও কী করে পদে বহাল থাকেন?’

এ ব্যাপারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ প্রত্যাশা করেছে ‘নারীপক্ষ’।

এসএম/এমএইচআর/কেএসআর

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।