ফিলিস্তিনীর বাড়িতে ইসরায়েলী সেনাদের হামলা


প্রকাশিত: ১২:৪৩ পিএম, ১৯ নভেম্বর ২০১৪

পূর্ব জেরুজালেমে বুধবার এক ফিলিস্তিনীর বাড়ি ধ্বংস করেছে ইসরায়েলী সেনারা। গত অক্টোবরে এক আত্মঘাতী হামলায় দুই ইসরায়েলীকে নিহতের অভিযোগে ওই ফিলিস্তিনীর বাড়ি ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলী সেনাবাহিনী।

পশ্চিম জেরুজালেমে গত মঙ্গলবার ইহুদিদের এক উপাসনালয়ে ফিলিস্তিনীদের হামলায় পাঁচ ইসরায়েলী নিহতের পরদিনই দেশটির পক্ষ থেকে এ অভিযান চালানো হল।

ইসরায়েলী সেনাবাহিনীর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, গত ২২ অক্টোবর জেরুজালেমের সিলওয়ানে একটি ট্রাম স্টেশনে এক ইসরায়েলী শিশু ও এক নারীকে হত্যাকারীর বাড়ি ধ্বংস করা হয়েছে।

এ হামলার আগে বাড়িটিতে বসবাসরত চার নাগরিককে সরিয়ে নেওয়া হয় বলে জানানো হয়েছে। প্রসঙ্গত, ওই হামলাকারী ফিলিস্তিনীকে গত অক্টোবরেই গুলি করে হত্যা করে ইসরায়েলী বাহিনী।

এদিকে গত মঙ্গলবারের ঘটনার পর থেকে জেরুজালেমে উত্তেজনা অব্যাহত রয়েছে। ইসরায়েলী বাহিনীর সঙ্গে বিভিন্ন স্থানে সংঘর্ষে এ পর্যন্ত অন্তত ৪০ ফিলিস্তিনী আহত হয়েছে।

অপরদিকে জেরুজালেমে ইহুদিদের বসবাস নিশ্চিতকরণে যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। - আলজাজিরা

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।