পলিটেকনিক শিক্ষক-কর্মকর্তাকে প্রশিক্ষণ দেবে সিঙ্গাপুর


প্রকাশিত: ১১:৪৬ এএম, ১৯ নভেম্বর ২০১৪

বাংলাদেশের পলিটেকনিক ইনস্টিটিউটের ৪২০ জন শিক্ষক, প্রশিক্ষক ও ঊর্ধ্বতন কর্মকর্তাকে ডিসেম্বর থেকে উন্নতমানের প্রশিক্ষণ দেবে সিঙ্গাপুর সরকার। সিঙ্গাপুরে এ সম্পর্কিত এক স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

চুক্তি অনুযায়ী পলিটেকনিক ইনস্টিটিউটে ২৪০ জন শিক্ষককে ২১ দিনের, অধ্যক্ষ ও উপাধ্যক্ষ ১০৭ জনকে ১০ দিনের এবং ২০ জন কর্মকর্তাকে ৭ দিনের প্রশিক্ষণ দেয়া হবে।

সিঙ্গাপুরের নানইয়াং পলিটেকনিক ইনস্টিটিউটের ৭ সদস্য বিশিষ্ট প্রতিনিধিদল বুধবার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের দফতরে এ সম্পর্কিত এক বৈঠকে মিলিত হন। প্রতিষ্ঠানের সিইও লিন চেং টন প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।

এ সময়ে শিক্ষা সচিব নজরুল ইসলাম খান, অতিরিক্ত সচিব এ এস মাহমুদ, কারিগরি শিক্ষা অধিদফতরের মহাপরিচালক মোঃ শাহজাহান মিয়া ও যুগ্ম-সচিব রোকসানা মালেক উপস্থিত ছিলেন। -বাসস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।