জাবিতে ককটেল উদ্ধার


প্রকাশিত: ১০:৫৫ এএম, ৩০ ডিসেম্বর ২০১৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মীর মশাররফ হোসেন হল থেকে ৩টি ককটেল উদ্ধার করা হয়েছে। বুধবার বেলা ১২টার দিকে হলের ‘এ’ ব্লকের শৌচাগার থেকে সাভার থানা পুলিশ ককটেল গুলো উদ্ধার করে। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।
 
বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর উজ্জ্বল কুমার মন্ডল।

বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা জেফরুল চৌধুরী সজল ও হলের শিক্ষার্থীরা জানান, বুধবার সকাল ৯টার দিকে নির্মাণ শ্রমিকরা হলের শৌচাগার সংস্কার করতে গিয়ে প্রথমে ককটেল দেখতে পান। পরে হলের শিক্ষার্থীরা হল প্রশাসনকে বিষয়টি অবগত করে।

এরপর প্রভোস্ট ড. মো. ওবায়দুর রহমান বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানালে বেলা ১২টার দিকে সাভার মডেল থানা পুুলিশ এসে ককটেল ৩টি নিষ্ক্রিয় করে থানায় নিয়ে যায়।
 
এ প্রসঙ্গে হলের প্রভোস্ট ড. মো. ওবায়দুর রহমান বলেন, বিভিন্ন সময় হলে বহিরাগতদের আনাগোনা দেখা যায়। তারাই হয়তো এখানে ককটেল এনে রেখেছে।

হাফিজুর রহমান/এসকেডি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।