যশোরে গণপিটুনিতে চোর নিহত


প্রকাশিত: ১০:৪৭ এএম, ৩০ ডিসেম্বর ২০১৫
প্রতীকী ছবি

যশোরে গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক চোর নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন। এসময় চোরচক্রের হামলায় এক নারী আহত হয়েছে।

বুধবার ভোরে যশোর সদর উপজেলার মথুরাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত চোর সুমনের বাড়ি বাগেরহাটে। আহত শহিদুল (২৫) বাগেরহাটের কান্দারপাড় এলাকার আব্দুল মালেকের ছেলে।

যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিকদার আক্কাস আলী জানান, বুধবার ভোররাতে একটি চোরচক্র পিকআপ নিয়ে মথুরাপুর গ্রামে গরু চুরি করতে যায়। চোরেরা ওই গ্রামের রবিউলের বাড়িতে হানা দিয়ে গরু চুরির চেষ্টা করে। এসময় রবিউলের স্ত্রী হ্যাপি (৩২) ঘরের বাইরে আসলে তার উপর হামলা চালায় চোরেরা। তার চিৎকারে প্রতিবেশিরা ছুটে এসে সুমন ও শহিদুলকে গণপিটুনি দেয়। তবে এসময় ওই চক্রের আরও কয়েকজন সদস্য পালিয়ে যায়।

পরে পুলিশ খবর পেয়ে সুমন ও শহিদুলকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কিন্তু এর আগেই সুমনের মৃত্যু হয়। আহত শহিদুল ও হ্যাপিকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মিলন রহমান/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।