বিক্ষিপ্ত সংঘর্ষে ভোটগ্রহণ সম্পন্ন


প্রকাশিত: ১০:০৬ এএম, ৩০ ডিসেম্বর ২০১৫

চট্টগ্রামের সাতকানিয়ায় একজনের প্রাণহানি, অনিয়ম, সংঘর্ষ, ভোটগ্রহণ স্থগিত, নির্বাচন বর্জন, অভিযোগ আর পাল্টা অভিযোগে শেষ হলো ২৩৪টি পৌরসভার ভোটগ্রহণ।

election2
বুধবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। শেষ হয় বিকাল ৪টায়। এবারই প্রথম দলীয় প্রতীকে ভোটগ্রহণ হয়।

জানা যায়, দেশের কোথাও বড় কোন সংঘর্ষ আর প্রাণহানির ঘটনা না ঘটলেও বিছিন্ন ঘটনা আর উদ্বেগের শেষ নেই। মর্যাদা রক্ষার লড়া্ই মাঠে রয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপি।

Feni-Meyor
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ৩৪টি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত রাখা হয়েছে। নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন ১৯ জন বিএনপি ও স্বতন্ত্র প্রার্থী। সাতকানিয়ায় ভোট কেন্দ্রের বাইরে সংঘর্ষে প্রাণ হারিয়েছেন একজন সমর্থক।

বিএনপি দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে অভিযোগ করেছে, কারচুপির মহাউৎসবে আওয়ামী লীগ। প্রশাসনের ছত্রছায়ায় নাকি এই কারচুপি চলছে।

 এসএ/জেডএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।