‘সরকারি গাড়ি তো কী হইছে, কাগজটা দেখি’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:১৮ পিএম, ৩০ নভেম্বর ২০২১

অডিও শুনুন

রাজধানীর রামপুরা ব্রিজে এক শিক্ষার্থী নিহতের প্রতিবাদে এবং নিরাপদ সড়কের দাবিতে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল ১০টার দিকে শুরু হওয়া বিক্ষোভে ওই সড়কে যান চলাচল সীমিত রয়েছে।

বিক্ষোভরত শিক্ষার্থীরা শুধুমাত্র ঢাকার গণপরিবহন আটকে রেখে অ্যাম্বুলেন্স ও মালামালের ট্রাক ও লরি ছেড়ে দিচ্ছে।

‘সরকারি গাড়ি তো কী হইছে, কাগজটা দেখি’

বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় পতাকাবাহী একটি গাড়ি দেখে আটকে দেয় শিক্ষার্থীরা। পরে চালক বলেন ‘এটা সরকারি গাড়ি।’

এতে শিক্ষার্থীরা বলে, ‘সরকারি গাড়ি তো কী হইছে? কাগজটা দেখি।’ এরপর ওই গাড়িটি রাস্তার পাশে থামাতে বললেও তা টেনে চলে যায়। সে সময় গাড়িটি খালি ছিল। ভেতরে কোনো ভিআইপি ছিলেন না।

‘সরকারি গাড়ি তো কী হইছে, কাগজটা দেখি’

সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী মাঈনুদ্দিন নিহতের প্রতিবাদে রামপুরা ব্রিজ অবরোধ করে চলা বিক্ষোভের কারণে রামপুরা থেকে বাড্ডা-শাহজাদপুর পর্যন্ত রাস্তার উভয়পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

ট্রাফিক নিয়ন্ত্রণে বাড্ডা পোস্ট অফিস এলাকায় রামপুরার দিকের রাস্তা আটকে দিয়েছে পুলিশ।

এমআইএস/এমএইচআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।