জাল ভোট দেয়ার সময় হাতেনাতে আটক ৩
মেহেরপুরের গাংনী পৌরসভা নির্বাচনে জাল ভোট দেয়ার সময় তিনজনকে হাতে নাতে আটক করে সাড়ে চার হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার বেলা ১২টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিনুজ্জামান এ জরিমানা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলো, মালসাদহ ৫নং ওয়ার্ডের সাকিব হালসোনা (১৮), আক্তারুজ্জামান (২০) ও আরিফুল ইসলাম (২০)।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিনুজ্জামান জানান, দুপুরে গাংনী পৌর সভার ৫নং ওয়ার্ডে দুই যুবক জাল ভোট দেয়ার সময় পুলিশ তাদের আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই দুইজনের কাছে থেকে জরিমানা আদায় করা হয়েছে।
অন্যদিকে, ভোটকেন্দ্র পরিদর্শনের সময় আওয়ামী লীগের দলীয় প্রার্থী আহম্মেদ আলী ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আশরাফুল ইসলাম ভেন্ডারের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। পরে পুলিশ বিষয়টি সমাধান করেন। এ সময় নির্বাচনী এলাকায় পরির্দশনে আসেন মেহেরপুর জেলা প্রশাসক শফিকুল ইসলাম ও পুলিশ সুপার হামিদুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
আতিকুর রহমান টিটু/এআরএ/এমএস