তেজগাঁওয়ে ট্রেনের ধাক্কায় সবজি ব্যবসায়ীর মৃত্যু

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ০২:২০ পিএম, ২৯ নভেম্বর ২০২১
ফাইল ছবি

রাজধানীর তেজগাঁও নাখালপাড়া এলাকায় ট্রেনের ধাক্কায় মো. মহরম আলী (৫০) নামে সবজি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

সোমবার (২৯ নভেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মহরমের প্রতিবেশী বুলবুলি বেগম জাগো নিউজকে জানান, সকালে তেজগাঁও নাখালপাড়া এলাকায় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন মহরম আলী। আহতাবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মহরম আলী রেল লাইনের পাশেই ভ্যানে করে সবজি বিক্রি করতেন।

তিনি আরও জানান, মহরম আলী নরসিংদীর রায়পুরা থানার সওদাগর কান্দি গ্রামের মৃত ইব্রাহিম আলীর ছেলে। বর্তমানে তেজগাঁও নাখালপাড়া এলাকায় থাকতেন। তিনি চার মেয়ে ও দুই ছেলের জনক ছিলেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।

এমএএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।