সময়ের সঙ্গে বাড়ছে ভোটার সংখ্যা
সময়ের সঙ্গে বাড়ছে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও পৌরসভায় ভোটকেন্দ্রে ভোটারের সংখ্যা। বুধবার সকাল আটটা থেকে শুরু করে দুপুর সাড়ে ১২ পর্যন্ত সরেজমিনে ঘুরে এ চিত্র দেখা গেছে।
সোনারগাঁও পৌরসভার ৮ নং ওয়ার্ডের ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত প্রায় আটশ ভোট পড়েছে বলে জানান প্রিজাইডিং অফিসার পলাশ কুমার।
তিনি জাগো নিউজকে বলেন, এ কেন্দ্রের ভোটার সংখ্যা দুই হাজার ৯৩৪ জন। সকাল আটটায় ভোট শুরু হলেও বেলা বাড়ার সঙ্গে ভোটারদের উপস্থিতিও বাড়ছে। বিশেষ করে ১১টার পর থেকে শ্রমজীবী মানুষদের আনাগোনা বাড়ছে বলে জানান তিনি।
সোনারগাঁও পৌরসভার জিআর ইন্সটিটিউট ভোট কেন্দ্রেও বাড়ছে ভোটারদের সংখ্যা। ভোটের হিসেবে সোনারগাঁও পৌরসভার মধ্যে এটিই সবচেয়ে বড় ভোট কেন্দ্র।
আব্দুল্লাহ নামে এক ভোটার জানান, তিনি ব্যবসা করেন। ১১টার পর ব্যবসায় খরিদ্দার কমে যাওয়ায় দোকানে কর্মচারিদের রেখে এসেছেন ভোট দিতে।
প্রিজাইডিং অফিসার শফিকুল ইসলাম জাগো নিউজকে বলেন, এখানে হাজারের বেশি ভোট পড়েছে।
জগ মার্কার স্বতন্ত্র মেয়র প্রার্থী সাদেকুল ইসলাম বলেন, এখানে সব শ্রেণির মানুষ ভোটার। ভোটারদের সুযোগ সুবিধা মতো সময় করে আসছেন। সুষ্ঠুভাবে ভোট হলে এখানে তিনিই আবারো জয়ী হবেন বলে জানান এ রানিং মেয়র।
উদ্ভবগঞ্জের সাহাপুর তালীমুল মাদ্রাসায় ভোট কেন্দ্রেও বেড়েছে ভোটারের সংখ্যা। এখানেও হাজারের বেশি ভোট পড়েছে বলে জানান সহকারি প্রিজাইডিং অফিসার।
জেইউ/এআর/এএইচ/এমএস