প্রান্তিক মানুষের মুক্তিযুদ্ধের গল্পে বিরহিত

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৭:০৩ এএম, ৩০ ডিসেম্বর ২০১৫

১৯৭১ সাল। মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেছে। এরকম সময়েই বাংলার প্রত্যন্ত এক চরে এসে ভেড়ে এক বেদে বহর। সেই চরে ছোট্ট ঘর বানিয়ে থাকে দুইজন মানুষ। পেশায় তারা চোর। বেদে বহরের বেদেনী গোলভান তাদের নিস্তরঙ্গ জীবনে নিয়ে আসে উত্তেজনা।

কিন্তু সহসাই সবকিছু বদলে যেতে থাকে যখন ওই চর ঘিরেই মুক্তিবাহিনী আর পাকিস্তানি হানাদারবাহিনীর তৎপরতা শুরু হয়। প্রান্তিক প্রতিটি মানুষের জীবনে মুক্তিযুদ্ধ কীভাবে অনিবার্য হয়ে উঠেছিল তারই গল্প নিয়ে নির্মিত হয়েছে টেলিছবি ‘বিরহিত’।

সারওয়ার রেজা জিমি’র রচনায় টেলিছবিটি পরিচালনা করেছেন তুহিন হোসেন। আর এতে অভিনয় করেছেন প্রান রায়, নাদিয়া আফরিন, তারিক স্বপন, এ. কে. আজাদ সেতু সহ অনেকে।

টেলিছবি ‘বিরহিত’ চ্যানেল আইতে লাক্স মাঝ দুপুরের অনুষ্ঠানমালায় প্রচার হবে ৩০ ডিসেম্বর বিকেল ৩টা ৫ মিনিটে।

এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।