১৩ প্রার্থীর নির্বাচন বর্জনের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৫৭ এএম, ৩০ ডিসেম্বর ২০১৫

দেশের বিভিন্ন পৌরসভার ১৩ জন প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। বুধবার সকাল থেকে শুরু হওয়া এ নির্বাচনে কারচুপি এবং অনিয়মের অভিযোগ এনেছেন তারা।

১৩ প্রার্থী হলেন, লক্ষীপুরের রায়পুরের বিএনপি প্রার্থী এবিএম জিলানি, বরগুনা পৌরসভার আ. লীগ প্রার্থী কামরুল হাসান মহারাজ, রাজবাড়ীর পাংশা পৌরসভার বিএনপি প্রার্থী চাদ আলী খান, ব্রাক্ষণবাড়িয়ার আখাউয়ার বিএনপির প্রার্থীসহ স্বতন্ত্র দুই প্রার্থী, জামালপুরের সদর পৌরসভার জাতীয় পার্টির প্রার্থী, নড়াইলের কালিয়া পৌরসভার বিএনপি প্রার্থী এসএম ওয়াহিদুজ্জামান, টাঙ্গাইলের মধুপুর, চট্টগ্রামের স্বন্দ্বীপ, রাঙ্গুনিয়া এবং রাউজানের বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীরা নিবাচন বর্জনের ঘোষণা দিয়েছেন।

এছাড়া পটুয়াখালীর কুয়াকাটায় একজন প্রার্থী নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন বলে প্রাথমিক ভাবে জানা গেছে।

এসএ/এসআইএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।