জাতিসংঘকে ইসরায়েলের সদস্যপদ বাতিলের আহ্বান


প্রকাশিত: ১১:১৩ এএম, ১৪ জুলাই ২০১৪

গাজা উপত্যাকায় ইসরায়েলের বর্বরোচিত হামলার জন্য জাতিসংঘকে তাদের সদস্যপদ বাতিলের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। পাশাপাশি বাংলাদেশ সরকারকে ইসরায়েলের বিরুদ্ধে প্রকাশ্যে ঘোষণা দিয়ে অবস্থান নেওয়ারও আহ্বান জানান তিনি। আজ সোমবার বাংলাদেশ বার কাউন্সিল ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

ইসরায়েলের এ অমানবিক হামলার প্রতিবাদে আগামী ১৬ জুলাই বাংলাদেশ বার কাউন্সিলের পক্ষ থেকে সারা দেশের আদালত প্রাঙ্গণে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে বাংলাদেশ বার কাউন্সিল। এদিকে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও সাবেক মন্ত্রী আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মতিন খসরু ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘকে বল প্রয়োগ করার আহ্বান জানিয়েছেন।


তিনি বলেন, প্যালেস্টাইনে গত ৬৯ বছর ধরে ইসরায়েল যে হামলা চালাচ্ছে তা মানবতারিবোধী অপরাধ। আন্তর্জাতিক আদালতে গাজায় হামলার বিচারের দাবি জানান মতিন খসরু। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের পরিচালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন : অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, অ্যাডভোকেট আবেদ রেজা প্রমুখ আইনজীবী।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।