জাতীয় বিশ্ববিদ্যালয় ও ভিসির আন্তর্জাতিক স্বীকৃতি লাভ


প্রকাশিত: ০৮:১৭ এএম, ১৯ নভেম্বর ২০১৪

জাতীয় বিশ্ববিদ্যালয় অন্যতম ‘সেরা আঞ্চলিক বিশ্ববিদ্যালয়’ হওয়ার গৌরব অর্জন করেছে। আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদ ‘বছরের সেরা ব্যবস্থাপক’ পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন।

যুক্তরাজ্যের অক্সফোর্ডভিত্তিক আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ‘ইউরো বিজনেস এ্যাসেম্বলী’-এর সাম্প্রতিক এক জরিপে জাতীয় বিশ্ববিদ্যালয় এবং এর উপাচার্য এই বিশেষ মর্যাদা লাভ করেন। জাতীয় বিশ্ববিদ্যালয়েল এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার দুপুরে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিশ্ববিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে কার্যকর ব্যবস্থাপনা কর্মসূচি বাস্তবায়ন, বুদ্ধিবৃত্তিক ও প্রযুক্তিগত মৌলিক উদ্ভাবনী কৌশলের প্রয়োগ ও আধুনিক প্রযুক্তি বাস্তবায়নে অনন্য সাধারণ অর্জন এবং আঞ্চলিক ও জাতীয় পর্যায়ে শিক্ষাক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় বিশ্ববিদ্যালয়কে এবং প্রতিষ্ঠান প্রধান হিসেবে উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদকে এ পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।