এক দরজায় ৭ বুথ!


প্রকাশিত: ০৫:১৩ এএম, ৩০ ডিসেম্বর ২০১৫

সকাল ৯ টা। কেন্দ্রের ভেতরে ৩ শতাধিক নারী ও পুরুষ ভোটারের জটলা। তাদের সামাল দিতে ব্যস্ত পুলিশ ও আনসার সদস্যরা। দাউদকান্দির বাড়াগাও  সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের এমন বেহাল চিত্র নিয়ে খোদ ভোটগ্রহণ সংশ্লিষ্ট কর্মীরাই ছিলেন ক্ষুব্ধ।  

ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার শাহাব উদ্দিন সরকার জানান, এ কেন্দ্রের ২ হাজার ২১৭ জন ভোটারের জন্য বুথ রয়েছে ৭টি। এই ৭টি বুথের ভোটারদের স্কুলের একটি দরজা দিয়ে ভেতরে প্রবেশ করতে গিয়ে গলদঘর্ম অবস্থার সৃষ্টি হচ্ছে। এ সময় ভোটারদের জটলাও বেধে যাচ্ছে।

রহিমা বেগম ও নুর জাহান আক্তার নামের দুই নারী ভোটার জানান, ১ ঘণ্টা কেন্দ্রের ভেতরে অপেক্ষা করেও ভোট দিতে পারেননি।

অন্য ভোটাররা জানান, একটি দরজা থাকার কারণে ভোটারদের লাইনও ঠিক রাখা যাচ্ছে না। তাই ভোটগ্রহণে এ কেন্দ্রে বেহাল অবস্থার সৃষ্টি হয়েছে।

কামাল উদ্দিন/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।