দৃষ্টিসীমা ৪০ মিটারের কম হলে বঙ্গবন্ধু সেতুতে বন্ধ থাকবে গাড়ি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৪৪ পিএম, ২৫ নভেম্বর ২০২১
ফাইল ছবি

আবহাওয়া পরিমাপক যন্ত্রে দৃষ্টিসীমা ৪০ মিটারের কম পাওয়া গেলে সেতুর ওপর দিয়ে গাড়ি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হবে। এছাড়া কুয়াশার সময় বঙ্গবন্ধু সেতুর সংযোগ সড়ক দিয়ে অত্যন্ত সতর্কতার সঙ্গে গাড়ি চালাতে অনুরোধ জানিয়েছে সেতু কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানিয়েছে বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ।

এতে বলা হয়েছে, বঙ্গবন্ধু সেতু দিয়ে চলাচলকারী সব যানবাহনের মালিক, চালক ও শ্রমিকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ঘন কুয়াশার কারণে যেকোনো ধরনের দুর্ঘটনা এড়াতে সেতুতে কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে- সেতু এলাকায় স্থাপিত আবহাওয়া পরিমাপক যন্ত্রে দৃষ্টিসীমা ৪০ মিটারের কম পাওয়া গেলে সেতুর ওপর দিয়ে গাড়ি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হবে। এছাড়া কুয়াশার সময় বঙ্গবন্ধু সেতুর সংযোগ সড়ক দিয়ে অত্যন্ত সতর্কতার সঙ্গে গাড়ি চালাতে সংশ্লিষ্ট সবাইকে বিশেষভাবে অনুরোধ করা হলো।

এসইউজে/কেএসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।