রূপগঞ্জে বয়লার বিস্ফোরণ: সিরাজুলকেও বাঁচানো গেলো না
নারায়ণগঞ্জের রূপগঞ্জের সিটি অটো রাইস মিলে বয়লার বিস্ফোরণে দগ্ধ সিরাজুল ইসলাম (৬০) নামের আরও জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ নভেম্বর) দিবাগত রাতে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে এ ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো তিনজনে।
শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন এস এম আইউব হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত সিরাজুলের শরীরের ৬৫ শতাংশ দগ্ধ ছিল। এর আগে শনিবার (২০ নভেম্বর) রাতে মো. হযরত আলী (২৫) ও রোববার (২১ নভেম্বর) সকালে মো. বেলায়েত হোসেন (৫৯) মারা যান। তাদের শরীরের ৯০ শতাংশের বেশি দগ্ধ হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া সিরাজুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
শনিবার (২০ নভেম্বর) দুপুর ২টার দিকে রূপগঞ্জের সিটি অটো রাইসমিলে বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে হযরত আলী, সিরাজুল ইসলাম ও বেলায়েত হোসেন দগ্ধ হন। আশঙ্কা অবস্থায় তাদের উদ্ধার করে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
ইএ/এএসএম