নিত্যপণ্যের বাজারে অভিযান, জরিমানা সোয়া ৭ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:৫৬ পিএম, ২৩ নভেম্বর ২০২১

নিত্যপণ্যের বাজার এবং বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানকালে ভোক্তা স্বার্থবিরোধী বিভিন্ন অপরাধে ১১৬ প্রতিষ্ঠানকে ৭ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৩ নভেম্বর) দিনব্যাপী অভিযান চালিয়ে এসব জরিমানা করা হয় বলে জানিয়েছে অধিদপ্তর।

এদিন ঢাকা মহানগরীর হাতিরপুল বাজার, কাপ্তান বাজার ও লালবাগ এলাকায় অধিদপ্তরের তিনটি টিম এবং বাণিজ্য মন্ত্রণালয়ের তদারকি টিমে অধিদপ্তরের দুজন কর্মকর্তার অংশগ্রহণে দুটি টিম অভিযান পরিচালনা করে। এসময় বাজারে চাল, চিনি, পেঁয়াজ, কাঁচা সবজি, ভোজ্যতেলসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য, পণ্য ক্রয়-বিক্রয় রসিদ, পণ্যের মূল্য তালিকা পরিবীক্ষণ করা হয়। এসময় বাজারে ন্যায্যমূল্যে নিত্যপণ্য বিক্রয়, পণ্য ক্রয়-বিক্রয়ের রসিদ সংরক্ষণ, মূল্য তালিকা প্রদর্শনের বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করা হয়। পাশাপাশি রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করে অবৈধ প্রক্রিয়ায় খাদ্যপণ্য তৈরি ও সংরক্ষণসহ ভোক্তাস্বার্থ বিরোধী বিভিন্ন অপরাধে জরিমানা করা হয়।

মঙ্গলবার দেশব্যাপী অধিদপ্তরের ৪১টি টিম বিভিন্ন নিত্যপণ্যের বাজার ও ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে ভোক্তা স্বার্থবিরোধী বিভিন্ন অপরাধে ১১৬টি প্রতিষ্ঠানকে ৭ লাখ ২৫ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে। এছাড়াও অভিযান পরিচালনাকালে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) সাশ্রয়ী মূল্যে নিত্যপণ্য বিক্রয় কার্যক্রম (ট্রাকসেল) মনিটরিং করে এবং জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে ভোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে লিফলেট, প্যাম্পলেট বিতরণসহ হ্যান্ডমাইকে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়।

jagonews24

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, স্বাস্থ্য বিভাগ, কৃষি বিভাগ, মৎস্য বিভাগ, ক্যাবসহ সংশ্লিষ্ট শিল্প ও বণিক সমিতির প্রতিনিধিরা অধিদপ্তর পরিচালিত অভিযানে সহযোগিতা করেন।

এ প্রসঙ্গে অধিদপ্তরের মহাপরিচালক বাবলু কুমার সাহা জাগো নিউজকে জানান, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ভোক্তা সহনীয় রাখতে সারাদেশে অধিদপ্তরের মনিটরিং জোরদার করা হয়েছে এবং বাজারে সচেতনতামূলক প্রচারণা কার্যক্রম পরিচালিত হচ্ছে । ভোক্তা স্বার্থবিরোধী কোনো অনিয়ম পরিলক্ষিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ইএআর/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।