গ্যাসের অবৈধ ব্যবহার বন্ধ ও বকেয়া আদায়ে অভিযানে তিতাস

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:২৭ পিএম, ২৩ নভেম্বর ২০২১

অবৈধ গ্যাস ব্যবহার বন্ধ ও খেলাপি বিলমুক্ত এলাকা হিসেবে ঘোষণা করার লক্ষ্যে রাজধানীর বিভিন্ন এলাকায় টাস্কফোর্স কার্যক্রম পরিচালনা করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

রোববার (২১ নভেম্বর) থেকে শুরু হওয়া এ অভিযান চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। মঙ্গলবার (২৩ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় তিতাস।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর শাজাহানপুর, মালিবাগ, শান্তিবাগ, গুলবাগ, রাজারবাগ, মোমিনবাগ, শান্তিনগর, চামেলিবাগ, সিদ্ধেশ্বরী, কাকরাইল, বেইলিরোড, এলাকার বিভিন্ন শ্রেণির গ্রাহকদের অবৈধ গ্যাস ব্যবহার বন্ধ ও খেলাপি বিলমুক্ত এলাকা হিসেবে ঘোষণা করার লক্ষ্যে টাস্কফোর্স কার্যক্রম পরিচালিত হচ্ছে। ওই সময়ে বাসায় গ্যাস বিল বই সংরক্ষণ করার জন্য অনুরোধ করা হলো।

এমএমএ/এএএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।