মুনাফার লোভ দেখিয়ে অর্থ আত্মসাত!


প্রকাশিত: ০২:১৯ পিএম, ২৯ ডিসেম্বর ২০১৫

প্রতারণার মাধ্যমে অধিক মুনাফার লোভ দেখিয়ে বিনিয়োগকারীদের ৪০ লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগে স্বদেশ মাল্টিপারপাস কো-অপারেটিভ লি. নামের একটি প্রতিষ্ঠানের চেয়ারম্যানসহ ৪ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা দায়ের করেছে।

দুদক, কুমিল্লার সহকারী পরিচালক মো. আহসানুল কবীর পলাশ বাদী হয়ে মঙ্গলবার চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানায় এ মামলাটি দায়ের করেন।

মামলায় উল্লেখ করা হয়, হাজীগঞ্জ উপজেলার বাজনাখাল গ্রামের নুরুল ইসলাম প্রধানীয়ার ছেলে মো. সোহাগ প্রধানীয়া স্বদেশ মাল্টিপারপাস কো-অপারেটিভ লি. নামের একটি প্রতিষ্ঠান চালু করে স্ত্রী ও স্বজনদের কর্মকর্তা নিযুক্ত করেন। পরে তারা অধিক মুনাফার লোভ দেখিয়ে বিনিয়োগের জন্য এলাকার বিভিন্ন শ্রেণির লোকদের আকৃষ্ট করেন। এতে গ্রাহকরা অনুপ্রাণিত হয়ে ওই প্রতিষ্ঠানে লাখ লাখ টাকা বিনিয়োগ করেন। একপর্যায়ে ওই প্রতিষ্ঠানের কার্যালয়ে তালা ঝুলিয়ে আত্মগোপন করে এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এতে নিঃস্ব হয়ে পড়েন সরল বিশ্বাসে টাকা বিনিয়োগকারী গ্রাহকরা। এ ব্যাপারে অভিযোগের ভিত্তিতে অনুসন্ধান শেষে স্বদেশ মাল্টিপারপাস কো-অপারেটিভ লি. এর চেয়ারম্যান মো. সোহাগ প্রধানীয়া, সভাপতি ফারজানা রব ঝর্না, ব্যবস্থাপনা পরিচালক জামাল হোসেন, ম্যানেজার আরিফুর রহমান মিজানসহ চারজনকে আসামি করে মঙ্গলবার হাজীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়।

মামলার বাদী দুদক সমন্বিত কার্যালয়-কুমিল্লার সহকারী পরিচালক মো. আহসানুল কবীর পলাশ জাগো নিউজকে জানান, মিথ্যা প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে ১৭ জন বিনিয়োগকারীর ৪০ লাখ ৬৮ হাজার টাকা আত্মসাতের অভিযোগে এ মামলাটি দায়ের করা হয়েছে। মামলায় স্বদেশ মাল্টিপারপাস কো-অপারেটিভ লি. এর চেয়ারম্যানসহ চার কর্মকর্তাকে আসামি করা হয়েছে।   

মো. কামাল উদ্দিন/এমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।