পার্বতীপুরে সড়ক দুর্ঘটনায় ভাই-বোন নিহত


প্রকাশিত: ০১:৫৭ পিএম, ২৯ ডিসেম্বর ২০১৫
প্রতীকী ছবি

দিনাজপুরের পার্বতীপুরে সেনাবাহিনীর পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ভাই-বোন নিহত হয়েছে।

মঙ্গলবার বিকেল ৪টার দিকে পার্বতীপুর-রংপুর সড়কের পার্বতীপুর উপজেলার কুমারপাড়া মোড়ে (বটতলী) এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আব্দুলপুর ইউনিয়নের চৌধুরী পাড়া গ্রামের মুকুল শাহের ছেলে সুজন (২৫) ও মেয়ে সাবরিনা আক্তার রিমু (২০)।

জানা যায়, নিহত সুজন ছোট বোন সাবরিনা আক্তার রিমুকে নিয়ে মোটরসাইকেলযোগে রংপুর শহরের সিওবাজারের বোনের বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। ফেরার পথে পার্বতীপুর-রংপুর সড়কের পার্বতীপুর উপজেলার কুমারপাড়া মোড়ে (বটতলী) পার্বতীপুর শহর থেকে পার্বতীপুর শহীদ সেনানিবাসগামী সেনাবাহিনীর একটি পিকাআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ছোট বোন সাবরিনা আক্তার রিমু (২০) ও হাসপাতালে নেওয়ার পর বড় ভাই সুজন (২৫) মারা যান।

নিহত রিমু পাঁচ মাসের অন্ত:স্বত্ত্বা ছিলেন। দেড় বছর আগে রংপুর শহরের সিও বাজারের জনৈক গোলজারের সঙ্গে তার বিয়ে হয়।

পার্বতীপুর মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক আব্দুল মতিন ঘটনার সত্যতা স্বীকার করে জাগো নিউজকে বলেন, দুর্ঘটনার পরপরই সেনা সদস্যরা ভাই-বোন দুজনকে পার্বতীপুর শহীদ মাহবুব সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যান। নিহতের মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।  

এমদাদুল হক মিলন/এমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।