পাকিস্তানে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ২৩


প্রকাশিত: ১২:২০ পিএম, ২৯ ডিসেম্বর ২০১৫

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের মারদান এলাকায় বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ২৩ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৪৫ জন। মঙ্গলবার মারদানের জাতীয় ডাটাবেজ নিবন্ধন কর্তৃপক্ষ অফিসের কাছে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পাকিস্তানে তালেবানের অনুসারী জামাতুল আহরার এ হামলার দায় স্বীকার করেছে। খবর ডন ও গার্ডিয়ানের।

স্থানীয় কর্মকর্তারা বলেন, ওই অফিসে লোকজনের ব্যাপক উপস্থিতির সময় পাশের একটি রাস্তায় বিস্ফোরণে ২৩ জন নিহত হয়েছে। প্রাথমিকভাবে প্রথমে ১৮ জনের নিহত হওয়ার তথ্য জানানো হলেও পরে এ সংখ্যা বেড়ে ২৩ জনের দাঁড়িয়েছে। মারদান বিভাগের উপ-পুলিশ প্রধান জেনারেল সাইদ ওয়াজির ডননিউজকে বলেন, একজন আত্মঘাতী বোমা হামলাকারী ওই বিস্ফোরণ ঘটিয়েছে।

তিনি বলেন, নিরাপত্তা কর্মকর্তারা ওই অফিসের প্রধান ফটকে হামলাকারীকে প্রবেশে বাধা দিলে এ বিস্ফোরণ ঘটে। হামলাকারী মটর সাইকেলে করে এসে সরকারি ওই অফিসে ঢুকতে চেয়েছিল।

বিস্ফোরণে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় কর্মকর্তারা। এ ঘটনায় আহত বেশ কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এক বছর আগে পেশওয়ারে স্কুলে তালেবানের হত্যাযজ্ঞের পর এটি সবচেয়ে বড় ধরনের হামলা। পেশওয়ারের ওই হামলায় ১৫০ জনের প্রাণহানি ঘটে।

এসআইএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।