বেনাপোলে ৩৭৫ বোতল ফেনসিডিল উদ্ধার
যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্ত থেকে ৩৭৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। মঙ্গলবার ভোরে পুটখালীর ট্যাংকির মোড় এলাকা থেকে উক্ত ফেনসিডিল উদ্ধার করা হয়।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোহাম্মদ শহীদুল্লাহ ভূঁইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুটখালী ক্যাম্পের একটি টহল দল পুটখালীর ট্যাংকির মোড় নামক স্থানে অভিযান চালায়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক চোরাচালানীরা কয়েকটি বস্তা ফেলে পালিয়ে যায়।
পরে বস্তা খুলে তার মধ্যে ৩৭৫ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ফেনসিডিলের মূল্য এক লাখ ৫০ হাজার টাকা বলে জানান তিনি। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় মামলা হয়েছে।
মো. জামাল হোসেন/এমজেড/আরআইপি