ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রীর কারাদণ্ড


প্রকাশিত: ১০:০১ এএম, ২৯ ডিসেম্বর ২০১৫

ঘুষ নেয়ার অভিযোগে ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ ওলমার্টকে ১৮ মাসের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। এর আগে ২০১৪ সালে একই অভিযোগে ওলমার্টকে ছয় বছরের কারাদণ্ড দিয়েছিল নিম্ন আদালত। কিন্তু দণ্ড কমিয়ে ১৮ মাস কারাভোগের সাজা দিয়েছে দেশটির সর্বোচ্চ আদালত। খবর বিবিসির।

ওলমার্টের বিরুদ্ধে অভিযোগ, ৯০`র দশকে জেরুজালেমের মেয়র থাকাকালে আবাসন প্রকল্পের একটি চুক্তি ঘুষ গ্রহণ করেছিলেন তিনি। এর আগে বিশ্বাস ভঙ্গ ও প্রতারণার পৃথক মামলায় ওলমার্টের আট মাসের কারাদণ্ড হয়।

নিয়ম বহির্ভূতভাবে যুক্তরাষ্ট্রের এক ব্যবসায়ীর কাছ থেকে দেড় লাখ ডলার নেয়ায় পুনর্বিচারে তাকে এ শাস্তি দেয়া হয়েছে। নিউ ইয়র্কভিত্তিক অর্থলগ্নীকারক মরিস তালানস্কির কাছ থেকে ওই অর্থ গ্রহণের অভিযোগে থেকে ২০১২ সালে ওলমার্টকে রেহাই দেয়া হয়।

৭০ বছর বয়সী ওলমার্ট ২০০৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী ছিলেন। কিন্তু ঘুষ গ্রহণের অভিযোগ ওঠার পর পদত্যাগে বাধ্য হন ওলমার্ট।

এসআইএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।