‘গণতন্ত্রের নামে স্বৈরশাসন মেনে নেওয়া হবে না’
গণতন্ত্রের নামে কোনো স্বৈরশাসনকে মেনে নেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।
২০১৩ সালের ২৯ ডিসেম্বর মার্চ ফর ডেমোক্রেসির কর্মসূচি চলাকালে সুপ্রিমকোর্ট আইনজীবীদের ওপর আওয়ামী লীগের সন্ত্রাসীদের হামলার দুই বছর পূর্তিতে প্রতিবাদ ও কালো ব্যাজ ধারণ অনুষ্ঠানে মঙ্গলবার প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
খন্দকার মাহবুব বলেন, ২৯ ডিসেম্বর ২০১৩ সাল। বাংলাদেশের ইতিহাসে একটি কলংকিত দিন। সেদিন মার্চ ফর ডেমোক্রেসির অনুষ্ঠান চলার সময় সুপ্রিমকোর্ট প্রাঙ্গণ থেকে বাইরে গিয়ে মিছিল করতে চেয়েছিলাম। কিন্তু আমাদেরকে সুপ্রিমকোর্টের বাইরে যেতে দেয়নি।
তিনি আরো বলেন, পুলিশ মেইন গেট বন্ধ করে দিয়েছিল। আমাদের ওপর সাউন্ট গ্রেনেড নিক্ষেপ করা হয়েছিল। সেদিন আমাদের নারী ও পুরুষ আইনজীবীরা ক্ষত-বিক্ষত হয়েছিল। সাউন্ট গ্রেনেড নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে লাল পানি ছুঁড়েছিল পুলিশ। পরে পুলিশ সুপ্রিমকোর্টের গেট খুলে দেয়ার পর আওয়ামী লীগের বহিরাগত সন্ত্রাসীরা আমাদের ওপর হামলা করলো। তখন আমরা সরে গিয়ে প্রাণে রক্ষা পেলাম। আমাদের আইনজীবীদের ওপর নির্যাতন চালানো হলো।
তিনি বলেন, গণতন্ত্র রক্ষায়, বিএনপির নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আনলে মানুষের মৌলিক অধিকার এবং জানমালের নিরাপত্তার জন্য যতদিন রাজপথে থাকা দরকার আমরা থাকতে প্রস্তুত।
খন্দকার মাহবুব বলেন, আজকে আমরা এখান থেকে সরকারকে সর্তক করে দিচ্ছি আগামীকাল বুধবার পৌর নির্বাচন যদি প্রহসনের নির্বাচনে পরিণত হয় তাহলে সরকারের পরিনতি হবে অত্যন্ত ভয়াবহ। নির্বাচনে কোন ভোট কারচুপির আশ্রয় নিবেন না তা হলে জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করা হবে।
বহিরাগত সন্ত্রাসী কর্তৃক সুপিমেকোর্ট প্রাঙ্গণে অনুপ্রবেশ ও বিজ্ঞ আইনজীবীদের উপর হামলার প্রতিবাদে কালো দিবস উদযাপন করা হয় আইনজীবী সমিতি ভবনের সামনের চত্ত্বরে। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটি এই কর্মসূচির আয়োজন করে।
কর্মসূচিতে আইনজীবীরা গণতন্ত্র ফিরিয়ে না আনা পর্যন্ত ঘরে ফিরে যাবে না বলে শপথ করেন। শপথ পাঠ করান সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ও বিএপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
খন্দকার মাহবুব হোসেনের সভাপত্বিতে কর্মসূচিতে বক্তব্য রাখেন অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, ব্যারিস্টার রাগিফ রউফ চৌ্ধুরী। এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ২০১৩ সালে সন্ত্রাসীদের হামলায় আহত আইনজীবী অ্যাডভোকেট সিমকি খান।
এফএইচ/জেডএইচ/পিআর