চার নদী রক্ষায় হাইকোর্টের রায় বহাল


প্রকাশিত: ১০:৫০ এএম, ১৪ জুলাই ২০১৪

বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, বালু ও তুরাগ নদী দখলমু্ক্ত ও রক্ষা করতে উচ্চ আদালতের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। এর ফলে হাইকোর্টের দেওয়া রায় বহাল থাকলো। প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বেঞ্চ সোমবার আবেদনটি খারিজ করে আদেশ দেন।আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মাহমুদুল ইসলাম ও সৈয়দ আমিরুল ইসলাম।

ঢাকার চার নদী রক্ষার্থে ২০০৯ সালের ২৫ জুন হাইকোর্ট রায় দেওয়ার পর শীতলক্ষ্যা নদীর জায়গা দখল করে জেটি নির্মাণ অপসারণ করার জন্য সিটি গ্রুপ, কামাল ভেজিটেবল, মোল্লা সল্ট, হাইডেলবার্গ সিমেন্ট ও সিমেস্ক সিমেন্টকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন নোটিশ দেন।

প্রশাসনের এ নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করলে ২০১০ সালের ২১ মার্চ তা খারিজ করে দেয়। এরপর হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল দায়ের করলে ২০১০ সালের ৩ মে আপিল বিভাগ হাইকোর্টের রায় বহাল রেখে আবেদনের নিষ্পত্তি করে দেন।

ওই রায়ের বিরুদ্ধে রিভিউ দায়ের করা হলে শুনানি শেষে আপিল বিভাগ রিভিউ আবেদন খারিজ করে দিয়ে রায় ঘোষণা করেন।আদালতের এ রায়ের ফলে নদী দখলমুক্ত ও রক্ষার জন্য হাইকোর্টের রায় বহাল থাকলো।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।