পানির দাম বাড়ছে সৌদি আরবে


প্রকাশিত: ০৪:১৩ এএম, ২৯ ডিসেম্বর ২০১৫

অপরিশোধিত জ্বালানি তেলের অব্যাহত দরপতনের ফলে বিশ্বের সবচেয়ে বড় তেল রফতানিকারক দেশ সৌদি আরবে এবছরের বাজেট ঘাটতি ৯ হাজার ৮ শ` কোটি ডলার। বাজেট ঘাটতি পূরণে দেশটিতে ডিজেল, বিদ্যুৎ এবং পানির দামও বাড়ানো হবে বলে জানিয়েছে সৌদি সরকার। খবর বিবিসি।

রাজা সালমানের অধীনে প্রথম বাজেটে আশার বিপরীতে ১৫ শতাংশ কম রাজস্ব আদায় হয়েছে, যেখানে ব্যয় হয়েছে ধারণার চেয়ে ১৩ শতাংশ বেশি।

সৌদি আরব বলছে, দেশটির বিশালাকায় বাজেট ঘাটতি মোকাবেলার লক্ষ্যে জ্বালানি তেলসহ অন্যান্য নিয়মিত নাগরিক সেবার উপর থেকে ভর্তুকি প্রত্যাহার করে নেবে। ফলে দেশটিতে ডিজেল, বিদ্যুৎ এবং পানির দামও বাড়বে।

সৌদি প্রেস এজেন্সির খবরে বলা হচ্ছে, কোনও কোনও পণ্যের ক্ষেত্রে পেট্রলের দাম শতকরা ৫০ ভাগ পর্যন্ত বাড়বে, যদিও বিশ্লেষকদের মতে তাতেও এই মূল্য আন্তর্জাতিক বাজারের তুলনায় সস্তাই থাকবে।

রাজা সালমান বলেছেন, এই বাজেটটি ঘাটতির কারণ ‘তেলের দরপতন, আঞ্চলিক ও আন্তর্জাতিক অর্থনৈতিক চ্যালেঞ্জ এবং পার্শ্ববর্তী কিছু দেশে অস্থিরতা।’

জেডএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।