আবাসিকে বন্ধ গ্যাস সংযোগ চালুর দাবি গ্রাহক-ঠিকাদারদের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৫৪ পিএম, ১৮ নভেম্বর ২০২১

বন্ধ করে দেওয়া আবাসিক গ্যাস সংযোগ পুনরায় চালু করার দাবি জানিয়েছেন তিতাস গ্যাস গ্রাহক ও ঠিকাদার ঐক্য পরিষদ।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাব অডিটোরিয়ামে ‘গ্রাহক ও ঠিকাদার ঐক্য পরিষদ’-এর ব্যানারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান তিতাস গ্যাস পাইপ লাইন নির্মাণ ঠিকাদার মালিক সমিতির সাধারণ সম্পাদক গাজী ইব্রাহিম।

তিনি বলেন, ‘গ্যাসের অবৈধ ব্যবহার ও অপচয় রোধে প্রতিকার ব্যবস্থা গ্রহণ করা হলে আবাসিক সংযোগের জন্য ৫-৬ শতাংশ গ্যাস দেওয়া সহজ হবে। এতে গ্যাসের স্বল্পতা দেখা দেবে না। কারিগরিভাবে পরীক্ষা করলেও এর ব্যতিক্রম হবে না।’

গাজী ইব্রাহিম বলেন, দীর্ঘ প্রায় ৬-৭ বছর ধরে গ্যাস সংযোগ বন্ধ করে রাখা হয়েছে। অসংখ্য গ্রাহক সংযোগের জন্য সরকারি কোষাগারে অর্থ দিয়েও বছরের পর বছর গ্যাসের জন্য চাতক পাখির মতো চেয়ে থাকেন। বহুতল ভবনগুলো গ্যাসের অভাবে উপর্যুক্ত টাকায় ভাড়া হচ্ছে না। মানুষ ঋণের টাকায় ভবন করে অনিশ্চয়তায় ভুগছে।’

jagonews24

‘কয়েক দফা গ্যাস সংযোগ চালুর বিজ্ঞপ্তি প্রকাশ করেও অজ্ঞাত কারণে তা আবার বন্ধ করে দেওয়া হয়েছে। গ্রাহকদের জমা দেওয়া টাকা ফেরত ও সংযোগ চালুর জন্য হাইকোর্ট ডিভিশনে রিট করা হলে সরকার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতি আদালত রুল জারি করেন’ যোগ করেন তিনি।

অবৈধ গ্যাস ব্যবহার প্রসঙ্গে তিনি বলেন, ‘অবৈধ গ্যাস ব্যবহারের জন্য কিছু অসাধু ব্যক্তি গ্যাস বিলের টাকার হিসাব করে অবৈধ লেনদেন করে পকেট ভারি করছেন। রাজস্ব হতে বঞ্চিত হচ্ছে সরকার। অথচ গ্যাস ঠিকই ব্যবহার হচ্ছে। গ্যাস স্বল্পতার জন্য সংযোগ বন্ধ করে দেওয়া বাস্তবভিত্তিক নয়। পরীক্ষা-নিরীক্ষা করে জাতীয় স্বার্থে সংযোগ চালুর ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর কাছে বিনীত আহ্বান জানাচ্ছি।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তিতাস গ্যাস গ্রাহক ঠিকাদার ঐক্য পরিষদের আহ্বায়ক মো. আবুল হাশেম পাটোয়ারী, তিতাস গ্যাস পাইপ লাইন নির্মাণ ঠিকাদার মালিক সমিতির সভাপতি হাজী মো. জাকির খান, সাধারণ সম্পাদক গাজী ইব্রাহিম মাহমুদ, চট্টগ্রাম গ্যাস, পানি, বিদ্যুৎ গ্রাহক ঐক্য পরিষদের সভাপতি আলমগীর নূর, সাধারণ সম্পাদক এ কে এম ওয়ালি উল্লাহ, সিনিয়র সহ-সভাপতি মো. মেসার আহমেদ, বাখরাবাদ গ্যাস ঠিকাদার মালিক সমিতির সাধারণ সম্পাদক খোরশেদ আলম সরকার প্রমুখ।

আরএসএম/এএএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।