আজকের এইদিনে : ২৯ ডিসেম্বর ২০১৫


প্রকাশিত: ০২:২১ এএম, ২৯ ডিসেম্বর ২০১৫

১৫০৩ খ্রিস্টাব্দের এই দিনে ক্যারিগনিয়ানোর যুদ্ধে স্পেনের কাছে ফ্রান্স পরাজিত হয়।

১৭০৯ খ্রিস্টাব্দের এই দিনে পিটার দ্য গ্রেটের কন্যা এলিজাবেথ পেত্রোভনার জন্ম।

১৭৭৮ খ্রিস্টাব্দের এই দিনে আমেরিকার স্বাধীনতা যুদ্ধ: সাড়ে তিনহাজার ব্রিটিশ সৈন্যসহ লেফটেন্যান্ট কর্নেল আর্চবেল্ড ক্যামবেল জর্জিয়াতে বন্দি হন।

১৭৭৮ খ্রিস্টাব্দের এই দিনে ইংরেজ সেনাবাহিনী জর্জিয়ার সাভানাহ দখল করে।

১৮০০ খ্রিস্টাব্দের এই দিনে ভলকানাইজড রাবারের উদ্ভাবন চার্লস গুডইয়ারের জন্ম।

১৮০৮ খ্রিস্টাব্দের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের সপ্তদশ রাষ্ট্রপতি এন্ড্রু জনসন জন্মগ্রহণ করেন।

১৮৩৫ খ্রিস্টাব্দের এই দিনে দি ট্রেইটি অব নিউ একোটা চুক্তি সাক্ষর। এর ফলে চোরকিদের হাতে থাকা জমি সমূহ যুক্তরাষ্ট্র সরকারের হাতে চলে আসে।

১৮৪৪ খ্রিস্টাব্দের এই দিনে আইনজ্ঞ ও ভারতের জাতীয়তাবাদী নেতা উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের জন্ম।

১৮৬০ খ্রিস্টাব্দের এই দিনে  ব্রিটেনের প্রথম লৌহবৃত্ত যুদ্ধজাহাজ এইচএমএস ওয়ারিয়র সাগরে ভাসানো হয়।

১৮৬৩ খ্রিস্টাব্দের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রধান প্রতিষ্টাতা সৈয়দ নওয়াব আলী চৌধুরী জন্মগ্রহন করেন।

১৮৭৩ খ্রিস্টাব্দের এই দিনে সাহিত্যিক, সংগীতশিল্পী ইন্দিরা দেবী চৌধুরানীর জন্ম।

১৮৯০ খ্রিস্টাব্দের এই দিনে আমেরিকার সাউথ ডাকোটার ওনডেড নী খাড়িতে আন্দোলনরত আদিবাসীদের উপর নির্মম হত্যাযজ্ঞ চালায় আমেরিকান সৈন্যরা, এতে ১৫৩ জন নিহত হয় যার বেশিরভাগ ছিল নারী ও শিশু। এর মাধ্যমে আমেরিকার আদিবাসীদের ভূমি রক্ষার আন্দোলনের চির সমাপ্তি ঘটে। ইতিহাসে এটি ‘ওনডেড নী হত্যাযজ্ঞ’ নামে কুখ্যাত হয়ে আছে।

১৮৯১ খ্রিস্টাব্দের এই দিনে জার্মান গণিতবিদ লিওপল্ড ক্রোনেকারের মৃত্যু।

১৯১১ খ্রিস্টাব্দের এই দিনে সান ইয়াৎ সেন চীনের অস্থায়ী রাষ্ট্রপতি হিসাবে নিয়োগ পান।

১৯১১ খ্রিস্টাব্দের এই দিনে খান সাম্রাজ্য থেকে মঙ্গোলিয়ার স্বাধীনতা লাভ।

১৯১৪ খ্রিস্টাব্দের এই দিনে শিল্পাচার্য জয়নুল আবেদিন জন্মগ্রহণ করেন।

১৯১৮ খ্রিস্টাব্দের এই দিনে সাহিত্যিক অজিত কুমার চক্রবর্তীর মৃত্যু।

১৯২৬ খ্রিস্টাব্দের এই দিনে নোবেলজয়ী [১৯৭৭] পাকিস্তানি পরমাণু বিজ্ঞানী আবদুস সালাম জন্মগ্রহন করেন।

১৯২৬ খ্রিস্টাব্দের এই দিনে জার্মান কবি রাইনার মারিয়ার রিলকের মৃত্যু।

১৯৩০ খ্রিস্টাব্দের এই দিনে স্যার মো: ইকবাল দুই দেশ ভাগ করা ও পাকিস্থান নির্মানের জন্য একটা রূপরেখা প্রকাশ করেন।

১৯৪০ খ্রিস্টাব্দের এই দিনে দ্বিতীয় বিশ্ব যুদ্ধ: লন্ডনে বিমান হামলার ফলে সেকেন্ড গ্রেট ফায়ার লন্ডন সৃষ্টি হয়। এতে প্রায় ২০০ সাধারন মানুষ নিহত হন।

১৯৪২ খ্রিস্টাব্দের এই দিনে ভারতীয় ফিল্ম তারকা রাকেশ খান্না জন্মগ্রহন করেন।

১৯৪৯ খ্রিস্টাব্দের এই দিনে ভারতীয় ক্রিকেট খেলোয়ার সৈয়দ কিরমানি জন্মগ্রহণ করেন।

১৯৯২ খ্রিস্টাব্দের এই দিনে কেনিয়ায় ২৫ বছর পর প্রথম রাষ্ট্রপতি ও জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।

১৯৯৫ খ্রিস্টাব্দের এই দিনে গ্রামীণ সাংবাদিকতার পৃথিকৃৎ মোনাজাত উদ্দিনের মৃত্যু।

১৯৯৬ খ্রিস্টাব্দের এই দিনে গুয়েতামালা সরকারের সাথে গুয়েতামালার গেরিলা সংগঠন গুয়েতামালা ন্যাশনাল রেভুলেশন ইউনিয়নের নেতাদের সাথে শান্তি চুক্তি করা হয় এর ফলে দীর্ঘ ৩৬ বছরের গৃহযুদ্ধ শেষ হয়।

২০০৩ খ্রিস্টাব্দের এই দিনে বাংলাদেশের প্রখ্যাত ব্যরিস্টার, শিক্ষক, মানবাধিকারকমী সালমা সোবহান মৃত্যুবরণ করেন।

২০০৮ খ্রিস্টাব্দের এই দিনে নবম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।

এইচআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।