চলচ্চিত্রে অভিনয় করবেন সৈয়দ শামসুল হক


প্রকাশিত: ০১:৩০ পিএম, ২৮ ডিসেম্বর ২০১৫

বাংলাদেশের প্রথম গণ-অর্থায়নের ছবি ‘সংযোগ’। আবু সাইয়ীদের পরিচালনায় ছবিতে একজন অধ্যাপকের চরিত্রে অভিনয় করবেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক। তবে তার চরিত্রটি অতিথি শিল্পীর বলে নিশ্চিত করেছেন পরিচালক।

আগামী ৩০ ডিসেম্বর থেকে রাজধানীর তেজগাঁওস্থ কোক স্টুডিওতে শুরু হচ্ছে বাংলাদেশের প্রথম গণ-অর্থায়নের ছবি ‘সংযোগ’ এর চিত্রগ্রহণের কাজ। প্রথম দিনের শুটিংয়ে অংশ নেবেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক ও বিভিন্ন টেলিভিশন চ্যানেলের কয়েকজন সংবাদ উপস্থাপক।

শুটিং প্রসঙ্গে নির্মাতা আবু সাইয়ীদ জানান, ‘প্রথম লটের শুটিংয়ের শুরুতেই একটি টক শো’র চিত্রধারণ করা হবে। সেখানে সৈয়দ শামসুল হককে একজন অধ্যাপক ও আমন্ত্রিত অতিথির চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। তার সঙ্গে থাকবেন জনপ্রিয় কয়েকজন সংবাদ উপস্থাপক।’

প্রসঙ্গত, লেখক সৈয়দ শামসুল হকের লেখা ‘নিষিদ্ধ লোবান’ উপন্যাস অবলম্বনে ২০১১ সালে নির্মাণ করা হয় ‘গেরিলা’ চলচ্চিত্রটি। যেটি মোট দশটি শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে।

এনই/এসএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।