হেসে এড়িয়ে গেলেন খালেদা


প্রকাশিত: ১২:৩৩ পিএম, ২৮ ডিসেম্বর ২০১৫

আসন্ন পৌর নির্বাচন নিয়ে সোমবার সন্ধ্যায় গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ২০ দলীয় জোটের পক্ষ থেকে প্রায় অাধা ঘণ্টার বক্তব্যে ধানের শীষে ভোট চাওয়াসহ নানা বক্তব্য তুলে ধরেন তিনি।

সংবাদ সম্মেলনের শুরুতে খালেদা জিয়া তার প্রয়াত সন্তান আরাফাত রহমান কোকোর স্মৃতিচারণ করে আবেগে আপ্লুত হন। অনেকের প্রত্যাশা ছিল সম্প্রতি বিএনপি প্রধান এবং দলের অন্য নেতারা মুক্তিযুদ্ধ এবং শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে সৃষ্ট বিতর্কের যুক্তি খণ্ডন করবেন।

কিন্তু সে আশায় গুড়ে বালি। লিখিত বক্তব্যের শেষে পৌর নির্বাচন নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করতে চাইলে তিনি মৃদু হেসে এড়িয়ে যান। বলেন, ‘আজ নয়। অন্যদিন বলবো।’

এদিকে বিএনপি চেয়ারপারসনের সংবাদ সম্মেলনটি টেলিভিশন চ্যানেলগুলোতে সরাসরি সম্প্রচার না হওয়ায় সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করে বিএনপি।

দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মিডিয়াকে নিয়ন্ত্রণ করে নির্বাচন পক্ষে নেয়ার চেষ্টা করছে সরকার। তাদের অগণতান্ত্রিক চেহারা ন্যাক্কারজনকভাবে স্পষ্ট করেছে।

এমএম/এসএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।