জামালপুরে আ.লীগ-বিএনপি প্রার্থীর পাল্টাপাল্টি অভিযোগ


প্রকাশিত: ১১:৫১ এএম, ২৮ ডিসেম্বর ২০১৫

জামালপুরে আওয়ামী লীগ ও বিএনপি পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছে। বিএনপি মেয়র প্রার্থী অভিযোগ করেছে- বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ও জামালপুরে অবস্থান করে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছেন।

সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে জামালপুর পৌরসভায় বিএনপি মেয়র প্রার্থী অ্যাড. শাহ ওয়ারেছ আলী মামুন অভিযোগ করেন আ.লীগ দলীয় প্রার্থীর সমর্থকরা তার নির্বাচনী অফিস ও নেতাকর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর, ভয়-ভীতি প্রদর্শনসহ বিভিন্ন এলাকায় ত্রাস সৃষ্টি করছে। এ অবস্থায় বিএনপি প্রার্থী ও কর্মীরা নির্বাচনী কর্মকাণ্ড চালাতে পারছেন না।

এছাড়াও নির্বাচনী আচরণবিধি উপেক্ষা করে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম জামালপুরে অবস্থান করেছেন। পাশাপাশি তার নিদের্শনায় আ.লীগ মেয়র প্রার্থীর সমর্থকরা বিভিন্ন স্থানে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছেন।

এর আগে জামালপুর জেলা আওয়ামী লীগের অপর এক সংবাদ সম্মেলনে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে সন্ত্রাস সৃষ্টির অভিযোগ এনে বলা হয়, ভোটাররা প্রত্যাখান করবে জেনে বিএনপি প্রার্থী সন্ত্রাস সৃষ্টি করে নির্বাচনী পরিবেশ নষ্টের পাঁয়তারা করছে।

সংবাদ সম্মেলনে জেলা আ.লীগ সভাপতি অ্যাড. বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চৌধুরী বক্তব্য রাখেন।

শুভ্র মেহেদী/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।